কেনাবেচার বাজার

আমাদের দেশে বা সারা বিশ্বে যে কেনাবেচার বাজার বা মার্কেটপ্লেস গুলো জনপ্রিয় সে সব বাজার  গুলো হছে ঃ-

১। ফাইভার - ফাইভার আমাদের দেশে একটা জনপ্রিয় মার্কেটপ্লেস ।  এখানে আমাদের দেশের ফ্রিলান্সাররা অনেক বেশি কাজ করে থাকে । এখানে অনেক বেশি কাজ পাওয়া যায় । আর এটি একটি অনেক বিশ্বাসযোজ্ঞ মার্কেটপ্লেস ।

২। আপওয়ার্ক ঃ আমাদের দেশে আপওয়ার্ক ও অনেক বেশি জনপ্রিয় । এই মার্কেটপ্লেস টি থেকে আমাদের দেশে  অনেকে ভালো ইনকাম করছে ।

৩। ফ্রিল্যান্সার -  এখানেও অনেক বেশি কাজ পাওয়া যায় । আমরা এই সাইটটি ট থেকেও অনলাইনে আরনিং করতে পারি ।
এছাড়াও অনেক মার্কেটপ্লেস আছে যেমন ঃ এস ই ও ক্লার্ক, বিল্যান্সার, পিপল পার অ্যাওয়্যার ইত্যাদি ।

অনালাইনে কাজবাজ -

আমাদের দেশের তরুনদের জন্য অনলাইনে রয়েছে বিশাল কাজের সুযোগ । অনেক কাজের মধ্যে রয়েছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেনট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি । এসব শিখে আউটসোরসিং করে এখন অনেকেই স্বাবলম্বী । যা হোক মুল কথা হল শিখতে হবে । অনলাইন থেকে ভাল একটা ক্যারিয়ার গড়তে আপনাকে প্রাথমিক পরযায়ে বেছে নিতে হবে আপনি কোন কাজটি পছন্দ করেন বা কোন বিষয়টি বেছে নিতে চাচ্ছেন । অনলাইনে কাজ সবার জন্য মনে রাখবেন । আপনি যে কোন দক্ষতা ভিত্তিক কাজ অনলাইনে করতে পারবেন ।


অনলাইনে কাজের বিভাগ গুলো হচ্ছে ঃ
১। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেনট
২। গ্রাফিক ডিজাইন
৩। ডিজিটাল মার্কেটিং
৪। প্রোগ্রামিং
৫। আরও অনেক (ডাটা এন্ট্রি, এস ই ও, ই-কমারস, নেটওয়ার্কিং ইত্যাদি)